সোমবার, জানুয়ারী ২০

মুশফিকের আউটের পর সাকিব নেমেই আক্রমনাত্মক

0

স্পোর্টস রিপোর্ট: প্রথম ইনিংসের বীরত্ব দ্বিতীয় ইনিংসে আর দেখাতে পারলেন না মুশফিক। লঙ্কান পেসার কাসুন রাজিথার বলে বোল্ড হয়ে ফিরে গেছেন তিনি। ১৪ রান নিয়ে দিন শুরু করা মুশফিক সকালে ব্যক্তিগত সংগ্রহে আর মাত্র ৯ রান যোগ করে সাজঘরের পথ ধরেছেন ২৩ রানে। মুশফিকের আউটের পর খেলতে নামেন সাকিব। নেমেই আক্রমানাত্মক ব্যাটিং শুরু করেছেন দেশেসেরা এই অলরাউন্ডার। ৮টি বল খেলে করেছেন ১৩ রান। এই রিপোর্ট লেখার সময় বাংলাদেশ ২৫ ওভার খেলে কেরেছে ৭৮ রান। লিটন ১৬ ও সাকিব ১৩ রানে ব্যাটিং করছেন। বাংলাদেশ এখনও পিছিয়ে ৬৩ রানে। দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে বাংলাদেশের পঞ্চম ব্যাটার হিসেবে ফিরেছেন মুশফিক।

 

Share.