বুধবার, জানুয়ারী ২২

মুসলমানদের সঙ্গে নামাজ পড়লেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

0

ডেস্ক রিপোর্ট:  দক্ষিণ আফ্রিকার কেপটাউনের আথলোনে মুসলমানদের সঙ্গে ইফতার করেছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বৃহস্পতিবার (০৬ মে) সন্ধ্যায় ইফতারের পর মাগরিবের নামাজেও অংশ নিতে দেখা গেছে তাকে।-খবর আনাদুলুরমুসলিম কমিউনিটির এই ইফতারে বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলনে মুসলমানদের অবদানের কথাও স্বীকার করেন তিনি। বর্ণবাদের বিলোপের ফলেই দেশটিতে গণতন্ত্র ফিরে এসেছে।মুসলমানদের উদ্দেশ্য করে রামাফোসা বলেন, আমি জানি, বর্ণবাদবিরোধী আন্দোলনে এই সম্প্রদায়কে মারাত্মক খেসারত দিতে হয়েছে। কিন্তু তারপরেও তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনে বহু মুসলমান অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে নেলসন ম্যান্ডেলার সঙ্গে জেল খেটেছেন আহমেদ খাতরাদা। এছাড়া আইনজীবী দুল্লাহ ওমরও সক্রিয় ছিলেন আন্দোলনে। ১৯৯৪ সাল থেকে ২০০৪ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।দেশটির ছয় কোটি জনসংখ্যার মধ্যে তিন শতাংশ মুসলমান।দরিদ্র ও অসহায় মানুষদের সহায়তায় মুসলমানদের এগিয়ে আসার কথাও স্মরণ করেন রামাফোসা। এছাড়া করোনাভাইরাস প্রতিরোধে মুসলমানদের সচেতনতা বৃদ্ধির বিষয়টিও তুলে ধরেন তিনি।

Share.