মুসলিম শিক্ষার্থীরা সরকারি বিদ্যালয়ে বোরকা পরে যেতে পারবে না

0

ডেস্ক রিপোর্ট: ফ্রান্সে সরকারি বিদ্যালয়গুলোয় মুসলিম মেয়েশিক্ষার্থীদের জন্য নতুন একটি নিয়ম চালু হতে যাচ্ছে। এর ফলে মেয়েশিক্ষার্থীরা সরকারি বিদ্যালয়ে বোরকা পরে যেতে পারবে না। গতকাল রবিবার ফ্রান্সের শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আত্তাল এ কথা বলেন। আগামী ৪ সেপ্টেম্বর থেকে এই নতুন নিয়ম চালু হবে। ফ্রান্সের সরকারি বিদ্যালয় ও সরকারি ভবনে যেকোনো ধরনের ধর্মীয় চিহ্নের ব্যবহার নিষিদ্ধ। এ জন্য উনিশ শতক থেকে কঠোর আইন করে রেখেছে দেশটি। এখন এই আইনের আলোকে নতুন গাইডলাইন হালনাগাদ করতে চাইছে ফরাসি সরকার। এ বিষয়ে একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ফরাসি শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল বলেন, সরকারি বিদ্যালয়গুলোয় শিক্ষার্থীদের বোরকা পরার অনুমতি দেওয়া হবে না বলে ঠিক করা হয়েছে। কেননা, শ্রেণিকক্ষে পোশাক দেখে কারও ধর্মবিশ্বাস বুঝতে পারা উচিত নয়। এর আগে ২০০৪ সালে ফ্রান্সে বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্কার্ফ পরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

Share.