মূল্যবান জিনিস ভেবে বাসায় নিয়ে বোমা ভাঙার চেষ্টা শ্রমিকের

0

ঢাকা অফিস: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের সীমান্তবর্তী কালাকুমা গ্রামের কৃষি জমি থেকে আট কেজি ওজনের একটি পরিত্যক্ত শক্তিশালী বোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।বিজিবির দেওয়া তথ্যে জানা যায়, স্থানীয় এলাকাবাসীর ফোন পেয়ে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার ওমর ফারুক টহল দল নিয়ে মঙ্গলবার বিকেলে তল্লাশি চালান। এ সময় আতর আলীর কৃষি জমির প্রায় দুই ফুট খোঁড়ার পর মাটির নিচে পরিত্যক্ত বোমাটি দেখতে পায় বিজিবি সদস্যরা। খবর পেয়ে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে চলে আসেন। বোমাটি দৈর্ঘ্যে প্রায় ২৫০ মিলিমিটার এবং প্রস্থে ৯০ মিলিমিটার। বিজিবির সন্দেহ এটি অনেক শক্তিশালী মর্টারের বোমা।নায়েব সুবেদার ওমর ফারুক জানান, প্রায় ৭/৮ দিন আগে ভোগাই নদীতে পাথর ওঠাতে গিয়ে পরিত্যক্ত এই বোমার সন্ধান পান কালাকুমা গ্রামের এক শ্রমিক। তিনি মূল্যবান জিনিস মনে করে বাড়িতে নিয়ে আসেন এবং ভাঙার চেষ্টা করে ব্যর্থ হন। বিষয়টি জানাজানি হবে এই ভয়ে তিনি বোমাটি আতর আলীর কৃষি জমিতে পুঁতে রাখেন। টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাস থেকে বোমা নিষ্ক্রিয়কারী একটি দল আজ বুধবার ঘটনাস্থলে এসে তা নিষ্ক্রিয় করার কথা রয়েছে।

Share.