মৃত্যুদন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী পলাতক আসামি বগুড়ায় গ্রেফতার

0

বাংলাদেশ থেকে বগুড়া প্রতিনিধি: মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী পলাতক নাজমুল হুদাকে(৭২)র‌্যাব সোমবার রাতে বগুড়া থেকে গ্রেফতার করেছে। র‌্যাব -১২ ও র‌্যাব-২ যৌথ অভিযান চালিয়ে শহরের খান্দার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। দীর্ঘ দিন ধরে সে পলাতক ছিলো। র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প জানায়, ২০১৪ সালে আর্ন্তজাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে তার বিরুদ্ধে মামলা হয়। খুন ধর্ষনসহ অন্যান্য মানবতা বিরোধী অপরাধে সে জড়িত ছিলো। রাজাকার বাহিনীর এই যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর সক্রিয় সদস্য ছিলো।  এই মামলার বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় ২০১৭ সালের ২২ নবেম্বর আদালত তার মৃত্যুদন্ড দেন। রায় ঘোষণার পর থেকে সে পলাতক ছিলো। পলাতক যুদ্ধাপরাধী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম গ্রামের মৃত রইচ উদ্দিন সরকারের ছেলে। পলাতক থাকা অবস্থায় সে বগুড়া রংপুর ও দিনাজপুরের বিভিন্ন এলাকায় ছিলো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব তার বগুড়া অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়। র‌্যাব-১২ বগুড়া সিসিপি-৩ এর স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, নাজমুল হুদা প্রায় ৩ মাস ধরে শহরের খান্দার এলাকায় এক আত্মীয়র বাড়িতে আত্মগোপন করে ছিলো। রাতে তাকে গ্রেফতারের পরেই ঢাকায় পাঠানো হয়।  র‌্যাব জানিয়েছে, মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

Share.