স্পোর্টস রিপোর্ট: মাত্র ৫২ বছর বয়সেই চলে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। থাইল্যান্ডের পূর্ব উপকূলীয় দ্বীপ কো সামুইয়ে নিজের বাংলোয় শুক্রবার অবচেতন অবস্থায় পাওয়া যায় তাকে। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম ফক্স স্পোর্টস শুক্রবার রাতে এমন তথ্যই জানায়। মৃত্যুর ঠিক ১২ ঘণ্টা আগে একটি টুইট করেছিলেন এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। শুক্রবার সকালে অ্যাডিলেডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অস্ট্রেলিয়ার আরেক কিংবদন্তি সাবেক ক্রিকেটার রড মার্শ। সপ্তাহখানেক আগে তিনিও হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। টুইটারে মার্শের মৃত্যুর শোকবার্তাই লেখেন শেন ওয়ার্ন। লেখেন, ‘রড মার্শের মৃত্যুর খবর শুনে খারাপ লাগছে। আমাদের জন্য তিনি কিংবদন্তি ছিলেন এবং অল্পবয়সী ছেলে-মেয়েদের কাছে তিনি ছিলেন অনুপ্রেরণার। রড মার্শ ক্রিকেটের প্রতি গভীরভাবে যত্নশীল ছিলেন এবং বিশেষ করে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের খেলোয়াড়দের জন্য অনেক কিছু দিয়েছেন। রড এবং তার পরিবারের প্রতি অনেক অনেক ভালোবাসা।’এর কয়েক ঘণ্টা বাদে শেন ওয়ার্ন নিজেও হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যান না ফেরার দেশে। ১৪৫ টেস্টের ক্যারিয়ারে ৭০৮টি উইকেট নিয়েছেন ওয়ার্ন, যা টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া ১৯৪ ওয়ানডেতে ২৯৩ উইকেট নিয়েছিলেন। ১৯৯৯ সালের বিশ্বকাপ ফাইনালে ম্যাচসেরা হয়েছিলেন ওয়ার্ন।
মৃত্যুর আগে টুইটারে যা লিখেছিলেন শেন ওয়ার্ন
0
Share.