ডেক্স রিপোর্ট: মেক্সিকোতে পরিত্যক্ত ভ্যান থেকে ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, সান লুইস পাটোসি রাজ্যের গ্রামাঞ্চল থেকে তারা মরদেহগুলো উদ্ধার করেছে। দুইটি পরিত্যক্ত ভ্যান থেকে ১০ জন পুরুষ ও দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়। খবর রয়টার্সের সান লুইস পোটোসির অ্যাটর্নি জেনারেলের অফিস জানিয়েছে, একটি অপরাধী সংগঠনের লিখিত বার্তা মরদেহগুলোর পাশে পাওয়া গেছে। তবে সেখানে কী লেখা ছিল তা জানায়নি কর্তৃপক্ষ। তাদের মৃত্যুর কারণও জানা যায়নি। মেক্সিকোর ওই অঞ্চলটিতে বেশ কয়েকটি সংঘবদ্ধ সংগঠন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে।এই বছরের জানুয়ারি থেকে আগস্টের মধ্যে সান লুইস পোটোসিতে ৪১১ জনকে হত্যা করা হয়েছে, যা সরকারি তথ্য অনুসারে ২০১৯ সালে একই সময়ের তুলনায় ৪৩ শতাংশ বেশি।
মেক্সিকোতে পরিত্যক্ত ভ্যানে মিললো ১২ মরদেহ
0
Share.