মেক্সিকোয় মাদক নিরাময় কেন্দ্রে গুলি, নিহত ২৪

0

ডেস্ক রিপোর্ট: মেক্সিকোয় একটি মাদক নিরাময় কেন্দ্রে গুলিতে অন্তত ২৪ জন নিহত এবং সাতজন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার রাতে সেন্ট্রাল মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যে এই হামলার ঘটনা ঘটে। কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এবিসি নিউজ।দেশটির নিরাপত্তা সচিব পেড্রো আলবার্তো কর্টেস জাভালা জানান, যারা ওই মাদক নিরাময় কেন্দ্রে ছিল, তাদের সবাইকে গুলি করে দুষ্কৃতীরা। কর্তৃপক্ষ জানিয়েছে, সশস্ত্র দল একটি লাল ট্রাকে করে ওই কেন্দ্রে পৌঁছে রোগীদের দিকে একটানা গুলি ছোঁড়ে। এরপরই তারা পালিয়ে যায়। গুলিতে আহত ব্যক্তিদের দ্রুত অন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। আহত ৭ জনের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।কেন এই হামলা করা হল, এ সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। তবে মনে করা হচ্ছে মাদক দ্রব্যের সঙ্গে যুক্ত দলগুলি এই হামলা চালিয়েছে। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

Share.