মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী অভিবাসী কেন্দ্রে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত

0

ডেস্ক রিপোর্ট: মার্কিন সীমান্তের কাছে মেক্সিকোর সিউদাদ জুয়ারেজের একটি অভিবাসী কেন্দ্রে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন মারা গেছে। স্থানীয় সরকারের সঙ্গে দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। স্বেচ্ছাসেবক উদ্ধার কর্মীরা নিহতের সংখ্যা ৩৭ এবং আরও অনেক আহত বলে জানিয়েছেন। এএফপির একজন সাংবাদিক দেখেছেন দমকলকর্মী এবং উদ্ধারকারীরা সিউদাদ জুয়ারেজের ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) সুবিধার পার্কিং লটে কম্বল দিয়ে ঢেকে বেশ কয়েকটি মৃতদেহ রেখেছেন। এএফপির কাছে পৌঁছানো আইএনএম প্রেস কর্মীরা আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে নিহতের সংখ্যা উল্লেখ করতে অস্বীকার করেছেন। স্থানীয় গণমাধ্যম নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে অনুমান করেছে যে কয়েক ডজন মৃত্যু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন উদ্ধারকারী বলেছেন, ঘটনাস্থলে প্রায় ৭০ জন অভিবাসী ছিল, বেশিরভাগই ভেনেজুয়েলার বাসিন্দা। মধ্যরাতের কিছুক্ষণ আগে আগুন ছড়িয়ে পড়ে, দমকলকর্মী এবং কয়েক ডজন অ্যাম্বুলেন্সকে একত্রিত করার অনুরোধ জানায়। সিউদাদ জুয়ারেজের প্রতিবেশী এল পাসো, টেক্সাস, সীমান্ত শহরগুলির মধ্যে একটি যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী অসংখ্য অনথিভুক্ত অভিবাসী আটকা পড়ে আছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এর একটি সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে প্রায় ৭ হাজার ৬৬১ অভিবাসী মারা গেছে বা নিখোঁজ হয়েছে, যেখানে ৯৮৮ জন দুর্ঘটনায় বা অবমানবিক পরিস্থিতিতে ভ্রমণ করার সময় মারা গেছে।

Share.