ঢাকা অফিস: কোটাবিরোধী আন্দোলনে সহিংসতায় বিধ্বস্ত মিরপুর-১০ এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সেখানে ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশনও ঘুরে দেখেন তিনি। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে এ এলাকা পরিদর্শনে যান তিনি। এর আগে গত শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন হামলার শিকার হয়। সেখানে হামলাকারীরা সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরা, এলইডি মনিটর, টিকিট কাটার মেশিনসহ বিভিন্ন জায়গা ভাঙচুর করে। লুট করা হয় মূল্যবান অনেক জিনিস। পরে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নির্ণয়ে কমিটি করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রো স্টেশনে যে পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তাতে ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন চালু হতে কমপক্ষে এক বছর লাগতে পারে।
মেট্রো স্টেশন পরিদর্শনে মিরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
0
Share.