ঢাকা অফিস: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে। বুধবার মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধনের মধ্য দিয়ে তারা এ কর্মসূচী ঘোষণা করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক হুমায়ুন কবির, ডা. আমিনুল ইসলাম, ডা. কবিরুল আলম, ডা. রবিউল ইসলাম, ডা. ফারিয়া টুম্পাসহ আরও অনেকে। মানববন্ধনে চিকিৎসকরা বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সরকার কোটি কোটি টাকার উন্নত চিকিৎসা সরঞ্জাম দিলেও তা কাজে আসছে না। টেকনিশিয়ানের অভাবে এসব সরঞ্জাম পড়ে রয়েছে। রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।২০১১ সালে মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে এখনও জরুরি বিভাগ চালু হয়নি। বক্তারা আরও বলেন, জরুরি বিভাগে দায়িত্ব পালনের শিক্ষা ও অভিজ্ঞতা থেকে ইন্টার্ন চিকিৎসকরা বঞ্চিত হচ্ছে। ভবিষ্যৎ পেশাগত জীবনে তাদের শিক্ষাগত এ ঘাটতি থেকে যাবে।এসব ঘাটতি পূরণের দাবিতে আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করছি।
মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
0
Share.