মেডিকেল ভর্তি পরীক্ষায় গাদাগাদি-ঠেলাঠেলি, বালাই নেই স্বাস্থ্যবিধির

0

ঢাকা অফিস: দেশে কদিন ধরেই পুরোনো রূপে ফিরেছে করোনা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে আজ শুক্রবার (২ এপ্রিল) শুরু হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষা। বাড়তি করোনার আবহেও পরীক্ষাকেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। অথচ ছিল না স্বাস্থ্যবিধির বালাই। বিভিন্ন কেন্দ্র ঘুরে এই চিত্র দেখা গেছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিন-সংলগ্ন প্রধান গেটটি বন্ধ রেখে শুধু পকেট গেট খোলা রাখা হয়। পরীক্ষা শেষে পরীক্ষার্থী ও অভিভাবকদের সরু পকেট গেট দিয়ে ঠেলাঠেলি করে বের হতে দেখা গেছে।পাশেরই উদয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরেও পরীক্ষা শুরুর আগে-পরে পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রচণ্ড ভিড় ছিল। মাস্ক ছাড়া মানুষের অভাব ছিল না কেন্দ্রগুলোতে।রাজধানীর বকশীবাজারে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের বাইরেও প্রচণ্ড ভিড় করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অভিভাবকদের। পরীক্ষাকেন্দ্রের ভেতরে প্রবেশের সময় পরীক্ষার্থীদের হাত ধোয়া বা স্যানিটাইজ করাতে দেখা যায়নি। শুধু তাপমাত্রা পরীক্ষা করা হয়েছে।তবে পরীক্ষাকেন্দ্রের ভেতরে শিক্ষকদের হাতে এক বোতল করে স্যানিটাইজার দেওয়া ছিল। লম্বা বেঞ্চের দুই প্রান্তে দুজন করে পরীক্ষার্থীকে বসানো হয়েছিল।কয়েকজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বললেও কোনো ব্যবস্থা নেয়নি। কোনো ধরনের স্বাস্থ্যসচেতনতামূলক পদক্ষেপ নেয়নি।চট্টগ্রামের ৭টি ভেন্যুতে পরীক্ষা দিয়েছেন ১০ হাজার ৯০৫ জন। চট্টগ্রাম কলেজ ও চট্টগ্রাম মেডিকেল কলেজ ভেন্যুতে গিয়ে দেখা যায়, প্রচণ্ড ভিড় করে কেন্দ্রের বাইরে অবস্থান করছেন অভিভাবকেরা।প্রসঙ্গত, রাজধানীসহ দেশের ১৯টি পরীক্ষাকেন্দ্রের ৫৫টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।

Share.