মেম্বারের অপসারণের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

0

বাংলাদেশ থেকে ঠাকুরগাঁও প্রতিনিধি: বাকপ্রতিবন্ধী, বিধবা নারীর বয়স্ক ভাতার টাকা জাতিয়াতি করে আত্মসাৎ, গ্রাম পুলিশকে নির্যাতনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের একজন ওয়ার্ড সদস্যের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার দুপুর ১২টায় সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ভগতগাজী বাজারে স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে প্রায় শতাধিত এলাকাবাসী অংশ নেয়। এসময় মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় ৫নং ওয়ার্ড সদস্য ফারুক হোসেন একজন বাকপ্রতিবন্ধী, বিধবা নারীর বয়স্ক ভাতার টাকা জাতিয়াতি করে আত্মসাৎ করেছে। এছাড়া গ্রাম পুলিশকে নির্যাতনসহ তার অনেক দুর্নীতি আছে। আমরা এটার বিচার চাই। সেই সাথে তার অপসারণের জোর দাবি জানাই। মানববন্ধন শেষে বাজারের উপরে একটি বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। বিক্ষোভটি বাজারের বিভিন্ন অংশ ঘুরে আবারো আগের স্থানে এসে শেষ হয়।

Share.