মেয়েকে বাল্যবিবাহ দেয়ার চেষ্টা, বাবাসহ দুইজনের কারাদণ্ড

0

বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে তথ্য গোপন করে অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বাল্যবিবাহ দেওয়ার চেষ্টার ঘটনায় বাবা ও বিয়েতে সাহায্য করার অপরাধে এক নারীকে আটক করেছে দুমকি থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে এঘটনা ঘটে বলে জানিয়েছেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীন মাহমুদ। ইউএনও বলেন, ‘বয়স গোপন করে অপ্রাপ্ত কন্যার বিয়ে, জাল জন্মনিবন্ধন তৈরি ও শৃঙ্খলা বাহিনীর কাজে বাঁধা প্রদানসহ বিভিন্ন অভিযোগে মেয়ের বাবাকে ছয়মাস ও বিয়েতে সহযোগিতাকারীকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।’ কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের আব্দুস সোবহান সিকদারের ছেলে রুহুল আমিন সিকদার (৫৫) ও আব্দুল মজিদ চৌকিদার মেয়ে তাসলিমা (৩০)।

Share.