বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

মেয়ের আত্মহত্যার খবর শুনে বাবার মৃত্যু

0

বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে মেয়ের আত্মহত্যার খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাবা শ্যামল দেবনাথের (৬৫) মৃত্যু হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) পটুয়াখালী পুরান বাজার এলাকার বনিকপট্টিতে এ ঘটনা ঘটে। আত্মহত্যা করা স্বর্ণা দেবনাথ (২৫) শ্যামল দেবনাথের ছোট মেয়ে। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, ‘স্বর্ণা দেবনাথ নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ খবর শুনে তার বাবা শ্যামল দেবনাথ অসুস্থ হয়ে পরলে মেয়ে ও বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করে।’ তিনি বলেন,‘ওই পরিবার স্বর্ণার মরদেহ ময়নাতদন্ত না করেই দাহ করার জন্য নিয়ে যায়। খবর পেশে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে মর্গে পাঠায়। আজ সোমবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনা একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে। আর স্বর্ণা দেবনাথের আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি।’

Share.