বুধবার, জানুয়ারী ২২

মেসিকে ছাড়া আরও একটি দুর্দান্ত জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা

0

স্পোর্টস রিপোর্ট: লিওনেল মেসিকে ছাড়া আরও একটি দুর্দান্ত জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। এবার পিছিয়ে পড়েও কোস্টারিকাকে সহজে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। আজ বুধবার (২৭ মার্চ) সকালে লস অ্যাঞ্জেলসের মেমোরিয়াল কোলিসিউমে প্রথমার্ধ খুব একটা ভালো কাটেনি আর্জেন্টিনার। বল পায়ে রেখে একের পর এক আক্রমণ চালালেও কোস্টারিকার রক্ষণ ভাঙা সম্ভব হচ্ছিল না। উল্টো ৩৪ মিনিটে লিড নিয়ে বসে দলটি। ম্যানফ্রেড উগালদের গোলে এগিয়ে যায় কোস্টারিকা। আর্জেন্টিনা পিছিয়ে থেকেই যায় বিরতিতে। তবে দ্বিতীয়ার্ধে আর আর্জেন্টিনাকে আটকে রাখতে পারেনি কেইলর নাভাসের দল। ম্যাচের ৫১ মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিক থেকে আর্জেন্টিনাকে সমতায় ফেরান মেসির অবর্তমানে আলবিসেলেস্তেদের নেতৃত্ব দেওয়া আনহেল ডি মারিয়া। ৪ মিনিট পর আলেক্সিস ম্যাক অ্যালিস্টার গোল করে এগিয়েও যায় তারা। আর্জেন্টিনার হয়ে শেষ গোলটি করেন বদলি হয়ে নামা লাওতারো মার্টিনেজ। তার সঙ্গেই মাঠে নামা রদ্রিগো ডি পলের পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে সহজ জয় নিশ্চিত হয় লিওনেল স্কালোনির শিষ্যদের। শেষের দিকে জয়ের ব্যবধান আরও বাড়তে পারতো আর্জেন্টিনার। তবে কখনো আক্রমণভাগের ব্যর্থতা, কখনো আবার প্রতিপক্ষের কারণে আর গোল পাওয়া হয়নি বিশ্বচ্যাম্পিয়নদের।

Share.