শনিবার, ডিসেম্বর ২৮

মেসিকে দেখে অনুপ্রাণিত হন সাকিব

0

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ভক্ত সাকিব আল হাসান, এটা সবারই জানা। শুধু মেসির খেলা দেখেই মুগ্ধ হন না, আর্জেন্টাইন ফরোয়ার্ডের ব্যর্থতা থেকেও শিক্ষা নেন বাংলাদেশি অলরাউন্ডার।মেসি খারাপ করলে সমালোচনার শিকার হন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলারকে। ঠিক একই পরিস্থিতির মুখোমুখি হতে হয় সাকিবকেও। ক্রিকেটে তাঁর কাছ থেকে সবসময়ই ভালো পারফর্ম আশা করেন সমর্থকরা। খারাপ করলেই শুনতে নানান সমালোচনা। তাই মেসিকে দেখে অনুপ্রেরণা খুঁজে পান বাংলাদেশি তারকা।ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের অনুষ্ঠানে ধারাভাষ্যকার হার্শা ভোগলেকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘আমি লিওনেল মেসির দারুণ ভক্ত। মূলত তাকে দেখেই আমি অনুপ্রাণিত হই। আমি যখন তাঁর খেলা দেখতে বসি, সবসময় তো আর ভালো হবে না। যদি একটু খারাপ হয় আমি নিজেই বলি, কেন সে আজকে পারফর্ম করতে পারছে না… তার আজকে আরো ভালো খেলা উচিত ছিল। এরপর একইভাবে নিজের কথা চিন্তা করি। বাংলাদেশের সমর্থকরাও তো সবসময় আমার কাছ থেকে ভালো পারফর্ম আসা করে।এটা অনুপ্রেরণা দেওয়ার একটা ভালো দিক। এটা আমাকে অনুপ্রানিত হতে সাহায্য করে।’

Share.