স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির বিদায়ের ঘণ্টা বাজছে। ঠিক এমন সময়ে বার্সেলোনায় যোগ দিলেন ফ্রান্সিসকো ট্রিনকাও। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টুইট পোস্টের মাধ্যমে পর্তুগীজ ফরোয়ার্ডকে দলে ভেড়ানোর তথ্য দেন বার্সা প্রেসিডেন্ট। ২০ বছর বয়সী ফ্রান্সিসকো পর্তুগীজ লিগের দল ব্রাগার হয়ে খেলেছেন। পর্তুগাল অনূর্ধ্ব ১৭ থেকে ২১ দলের হয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে তার। চুক্তি সম্পন্নের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বার্সার পরিচালক র্যামন প্ল্যানেস। সম্প্রতি এরিক আবিদালকে ছাটাই করে তাকেই গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ দিয়েছে কাতালান দলটি। তিনি বলেন, ‘মঙ্গলবার রাতে সংবাদটি বেশ অবাক করার মতো। তবে আমার মনে হয় মেসিকে বার্সার খেলোয়াড় হিসেবে উল্লেখ করতে এখনও অনেক সময় রয়েছে। আজ ফ্রান্সিসকো যোগ দিয়েছেন। আশা করি মেসির সঙ্গে মানিয়ে নিতে পারবেন তিনি। বার্সা বেশ কয়েকবার সংকটের মুহূর্ত পার করেছে। সব সময়ই আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে। আমরা চাই বিশ্ব সেরা ফুটবলারকে নিয়ে ঘুরে দাঁড়াতে।’ র্যামন প্ল্যানেস আরও বলেন, ‘মেসির প্রতি আমরাদের যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। বার্সা ও মেসির সম্পর্ক বিবাহের মতো। আমরা দুই পক্ষই নিজেদের অনেক কিছু দিয়েছি। যা সমর্থকদের দিয়েছে অনেক আনন্দ। আমার মনে হয়ে ভবিষ্যৎ ইতিবাচক। আমি আশাবাদী। আমাদের দলে মেসির মতো অভিজ্ঞ খেলোয়াড়ের প্রয়োজন। দলের খেলোয়াড়দের জন্যও তাকে প্রয়োজন। আমরা নিজেদের মধ্যে সম্পর্ক বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করছি। তাকে মানানোর চেষ্টায় আছি।’ কবে দলের সঙ্গে অনুশীলনে ফিরবেন মেসি। এমন প্রশ্নের জবাবে ক্লাব পরিচালক বলেন, ‘দুই পক্ষের প্রতি সম্মান রাখতে আমাদের মধ্যে যা আলোচনা হয়েছে সে বিষয় গুলো নিয়ে আমরা কোনও বক্তব্য দিতে চাচ্ছি না।’
মেসিকে মানানোর চেষ্টায় আছি: বার্সা পরিচালক
0
Share.