বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

মেসির ইস্যুতে পিএসজির ওপর খেপেছে বার্সেলোনা

0

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তির মেয়াদ শেষের দিকে। যার কারণে প্রায়ই দলবদল নিয়ে খবরের শিরোনাম হচ্ছেন মেসি। নতুন মৌসুমে মেসির প্যারিসের ক্লাব পিএসজিতে যাওয়ার গুঞ্জন উঠেছে। সম্প্রতি এ নিয়ে মন্তব্য করেছেন মেসির জাতীয় দলের সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়াসহ বেশ কয়েকয়েকজন পিএসজি তারকা। এ জন্য পিএসজির ওপর খেপেছে বার্সেলোনা।স্প্যানিশ সংবাদমাধ্যম গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, মেসির দলবদল নিয়ে সবশেষ কথ বলেছেন ডি মারিয়া। ক্যানাল প্কে তিনি বলেন, ‘হুম আশা করি (মেসির পিএসজি আসা নিয়ে)। অনেক সম্ভাবনা রয়েছে। তবে আমাদের শান্ত হতে হবে। বিষয়গুলো নিয়ে কথাবার্তা চলছে।’এর আগে আরেক পিএসজি খেলোয়াড় লেয়ান্দ্রোও মেসির প্যারিসে যাওয়া নিয়ে কথা বলেন। তারও আগে মেসিকে প্যারিসের ক্লাবটি স্বাগত জানিয়েছেন ব্রাজিল সুপারস্টার নেইমার। বিষয়টি একেবারেই স্বাভাবিকভাবে নিচ্ছেন না বার্সালোনার কোচ রোনাল্ড কোম্যান। মেসিকে নিয়ে এমন কথাবার্তায় বিরক্ত ডাচ কোচ। গতকাল বুধবার গ্রানাদার বিপক্ষে জয়ের পর রাগ ঝাড়েন তিনি।এ ব্যাপারে সংবাদমাধ্যমের সামনে কোম্যান বলেন, ‘আমার কাছে মনে হয়, এটা তাদের শ্রদ্ধার অভাব। এ জাতীয় কথা বলা ভুল এবং এটা চ্যাম্পিয়ান্স লিগের ম্যাচটিকে আরও উত্তেজিত করবে। এটা ঠিক না। আমাদের কোনো খেলোয়াড় সম্পর্কে কথা বলা বার্সেলোনার প্রতি সম্মানজনক বলে আমি মনে করি না।’বার্সা কোচ আরো বলেন, ‘মেসি এখনও বার্সেলোনার খেলোয়াড়। এর মাঝে তাকে নিয়ে পিএসজি এত বেশি কথা বলে আমার মনে হয়।’

Share.