স্পোর্টস ডেস্ক: বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক শেষ। লিওনেল মেসি এখন প্যারিসের ক্লাব পিএসজির খেলোয়াড়। প্যারিসের ক্লাবটিতে নতুন সতীর্থদের সঙ্গে অনুশীলনেও নেমে পড়েছেন আর্জেন্টাইন তারকা। কিন্তু এখনো মেসিকে নিয়ে বার্সার হাহাকার থামছে না। সমর্থক থেকে শুরু করে স্টাফরাও পুড়ছেন মেসিকে হারানোর হতাশায়। এমন পরিস্থিতিতে বার্সা কোচ রোনাল্ড কোম্যান, সবাইকে মেসির চ্যাপ্টার বন্ধ করার আহ্বান জানিয়েছেন। নতুন মৌসুমে ভালো করতে হলে সামনে তাকাতে বলছেন ডাচ কোচ।দুদশকের বেশি সময় বার্সেলোনায় খেলে অনেক সাফল্য পেয়েছেন লিওনেল মেসি। ১০টি লা লিগা, ৪টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ছয়টি কোপা দেল রেসহ মোট ৩৩টি শিরোপা জয় করেছেন, যা বার্সেলোনার ইতিহাসে কোনো খেলোয়াড়ের পক্ষে সর্বোচ্চ। সেই মেসি কাতালান ক্লাবটি ছেড়ে এখন পিএসজিতে। ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন তারকা মেসি তৃতীয় বছরের বিকল্পসহ পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তিতে সই করেছেন। অনুশীলনও শুরু করে দিয়েছেন নেইমারদের সঙ্গে। তাই বার্সাকে মেসির ইস্যু বন্ধ করতে বললেন দলটির কোচ কোম্যান। ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে কোম্যান বলেন, ‘আমাদের বুঝতে হবে একজন খেলোয়াড়ের সবসময় একটি শেষ থাকে। আপনাকে এ বইটি বন্ধ করতে হবে কারণ এখন আমাদের নতুন মৌসুমে মনোনিবেশ করতে হবে। আমাদের নতুন খেলোয়াড় আছে এবং আমাদের এগিয়ে যেতে হবে। এর জন্য আমাদের সময় আছে। এই মৌসুমে আমাদের স্কোয়াডে তরুণ খেলোয়াড় যোগ দিয়েছে। আমরা এই ক্লাবের ভবিষ্যৎ নিয়ে কাজ করছি। আমাদের এই বিষয়ে ফোকাস করা উচিৎ এবং গত কয়েক দিনে কী ঘটেছে তার উপর মনোযোগ না দেওয়া সত্যিই গুরুত্বপূর্ণ।’অবশ্য মেসির বিদায়ে অবাক হয়েছেন কোম্যান নিজেও, ‘আমি জানতাম ক্লাব, লিও মেসি এবং লিগের মধ্যে একটি কঠিন পরিস্থিতি ছিল যাতে মেসিকে ক্লাবে ধরে রাখার সম্ভাবনা থাকে। অনেক লম্বা সময় লেগেছে, তবে আমি দিনে দিনে এবং প্রতি মুহূর্তে অবাক হয়েছি যখন শুনলাম সে বার্সেলোনার হয়ে খেলা শেষ করে ফেলেছে। আমি জানতাম ক্লাবের আর্থিক অবস্থা এটা কঠিন করে তুলেছে।’ডাচ কোচ আরো বলেন, ‘আমি মনে করি এটা (মেসিকে ছাড়া মানিয়ে নেওয়া) অনেক কঠিন হবে কারণ আমরা সাধারণ কোনো খেলোয়াড়ের কথা বলছি না, আমরা লিও মেসির কথা বলছি, সে বিশ্বের সেরা খেলোয়াড়। আমরা সবাই হতাশ হয়েছিলাম যখন জানলাম সে মৌসুমে আমাদের জন্য খেলবে না। কিন্তু ঠিক আছে, আপনাকে দ্রুত পরিবর্তন করতে হবে কারণ আপনি নতুন মৌসুম শুরুর আগে হতাশায় থাকা যাবে না। আপনাকে বুঝতে হবে কয়েক দিনের জন্য একটি কঠিন পরিস্থিতি ছিল। মেসি এই ক্লাবের জন্য অনেক কিছু ছিল।’
মেসির চ্যাপ্টার বন্ধ করার আহ্বান বার্সা কোচের
0
Share.