মঙ্গলবার, ডিসেম্বর ২৪

মেসি ফিরলেও ১-০ গোলে হেরেছে মিয়ামি

0

স্পোর্টস ডেস্ক: মিয়ামির জার্সি গায়ে আবারও মাঠে ফিরেছেন লিওনেল মেসি। তবে এ ম্যাচে শার্লট এফসির বিপক্ষে ১-০ গোলে হেরেছে মেসির দল। যদিও আগেই মেজর লিগের প্লে অফ থেকে আগেই ছটকে গিয়েছে ডেভিড ব্যাকহামের দল। তাই আজকের এই ম্যাচটি ছিল তাই অনেকটা নিয়মরক্ষার। শার্লটের মাঠে এ দিন শুরু থেকেই খেলেছেন মেসি। বল দখলেও মিয়ামিই ছিল এগিয়ে। তবে ব্যর্থ হয়েছে গোলের দেখা পেতে। এদিকে মেসিদের বিপক্ষে আজ দুর্দান্ত খেলেছে শার্লটও। মেসির ফেরার এ ম্যাচে ২ মিনিটের মাথায়ই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল মিয়ামি। বল জালেও পাঠিয়েছিল তারা, তবে গোলটি বাতিল হয়ে যায় অফসাইডের ফাঁদে। এদিকে মিয়ামি লিড নিতে না পারলেও ম্যাচের ১৩ মিনিটের মাথায় ঠিকই এগিয়ে যায় শার্লট। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ার পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়েই লড়াই করেছে মিয়ামি। তবে গোলের দেখা না পাওয়ায় ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় তাদের। এদিকে বিরতিতে থেকে ফেরার পরই মেসির নৈপুণ্যে গোলের দেখা পেয়েছিল মিয়ামি। দারুণ এক শটে আর্জেন্টাইন জাদুকর লক্ষ্যভেদ করলেও তা বাতিল হয়ে যায় অফসাইডে। এরপর ম্যাচের ৬২ মিনিটে আরও একবার লক্ষ্যভেদ করার দ্বারপ্রান্তে চলে গিয়েছিলেন মেসি। ফ্রি কিকে দুর্দান্ত এক শট নিয়েছিলেন তিনি, তবে তা ফিরে আসে বারে লেগে। এরপর শেষ পর্যন্ত আরও বেশ কয়েকটি সুযোগ পেলেও কাঙ্ক্ষিত গোলের দেখা না পাওয়ায় মৌসুমে নিজেদের শেষ ম্যাচেও হার নিয়েই মাঠ ছাড়তে হয় মিয়ামিকে।

Share.