বুধবার, জানুয়ারী ২২

মেয়েকে নিয়ে নেটিজেনদের আক্রমণে ঐশ্বরিয়া

0

বিনোদন ডেস্ক: বলিউড তারকা ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্যা রাই বচ্চনের জন্ম ছিল ১৬ নভেম্বর। অভিষেক-ঐশ্বরিয়ার প্রথম সন্তান আরাধ্যা। আট বছরে পা দিল আরাধ্যা। বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের নাতনির জন্মদিন বলে কথা। তাই নাতনির মুখে হাসি ফোটাতে বিশাল পার্টি দিয়েছিল বচ্চন পরিবার। আরাধ্যাকে বরাবরই সুন্দর লাগে গোলাপি ড্রেসে। জন্মদিনের পার্টিতে পিঙ্ক বল গাউনে সেজে আরাধ্যা যেন পিঙ্কিপরি। বাড়ির সবাইকে পাশে নিয়ে কেক কাটে আরাধ্যা। তবে জন্মদিনে আরাধ্যাকে কেন মেকআপ করানো হয়েছে, তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় ঐশ্বরিয়াকে। আরাধ্যা এত ছোট যে তার এখনও মেকআপের প্রয়োজন নেই। এমনই মন্তব্য করতে শুরু করেন নেটিজেনদের একাংশ। মেকআপ ছাড়াই আরাধ্যাকে দেখতে বেশি ভালো লাগে। তাই ঐশ্বরিয়া যেন তার মেয়েকে আর এভাবে মেকআপ না করান এমনই মন্তব্য উঠে আসতে শুরু করে নেটিজেনদের তরফে। যদিও নেটিজেনদের আক্রমণের মুখে পড়েও এ বিষয়ে পালটা কোনো মন্তব্য করেননি ঐশ্বরিয়া রাই বচ্চন। এর আগেও একাধিকবার নেটিজেনদের সমালোচনার মুখে পড়তে ঐশ্বরিয়াকে। রোজগার না করেও কীভাবে বিলাসবহুল জীবনযাপন করেন এমন কটাক্ষের মুখেও পড়তে হয়েছে তাকে।

Share.