বুধবার, ডিসেম্বর ২৫

মেয়ের সঙ্গে রঙের উৎসবে মাতলেন সানি

0

বিনোদন ডেস্ক: মহারাষ্ট্রের লাতুর থেকে দত্তক নিয়েছিলেন নিশাকে। সেই থেকে মেয়েকে সব সময় আগলে রেখে বড় করে তুলছেন সানি লিওন। খ্যাতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে, আরও দুই সন্তানের মা হয়েও সানি যে নিজের জীবনে নিশাকে এক অন্য জায়গায় রেখে দিয়েছেন, তা বেশ স্পষ্ট। দত্তক নেওয়ার পর নিশার প্রথম জন্মদিন পালন করেছিলেন ডিজনিল্যান্ডে গিয়ে। এরপর কখনও নোয়া ও এশারের সঙ্গে আবার কখনও অন্য কোথাও, মেয়ের জন্মদিন সব সময় একটু অন্যরকমভাবে পালন করেছেন সানি। এবার রঙের উতসবেও তার অন্যথা হয়নি। মেয়ে নিশাকে নিয়ে এবার রঙের উতসবে মেতে উঠলেন সানি লিওন। হোলির আগেই রঙ, পিচকিরি হাতে নিয়ে মায়ের সঙ্গে মজা করতে দেখা যায় সানি লিওনের মেয়ে নিশা কউর ওয়েবারকে। সানি এবং নিশা অর্থাৎ মা-মেয়ের সেই ছবি এবং ভিডিও প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

Share.