ঢাকা অফিস: বনানী কাকলীর ওভার ব্রিজের সামনের রাস্তায় মোটরসাইকেলের ধাক্কায় মোঃ শাজাহান তালুকদার(৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার(১৪ মার্ছ)রাত ১১টার দিকে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত বারোটার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের ভায়েরা ভাই মোঃ অহিদুল ইসলাম জানান, নিহত একজন দর্জির কাজ করতো রাতে কাকলি, ওভার ব্রিজের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় হঠাৎ দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে সজরে ধাক্কা দেয় এতে গুরুতর আহত হন। পরে আমরা সংবাদ পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের গ্রামের বাড়ি, মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানা এলাকার ওয়াজেদ খানের সন্তান। বর্তমানে গেন্ডারিয়া এলাকায় থাকতেন পেশায় দর্জির কাজ করতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
মোটরসাইকেলে ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু
0
Share.