সোমবার, জানুয়ারী ২৭

মোদিকে ৭১টি লাল গোলাপ পাঠিয়েছেন শেখ হাসিনা

0

ঢাকা অফিস: ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদির ৭১ তম জন্মদিনে ৭১টি লাল গোলাপের একটি ফুলের তোড়া পাঠিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে দিল্লি থেকে বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।সূত্র জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনার পাঠানো ওই ফুলের তোড়া শুক্রবার সকালে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদি ভারতের গুজরাটের ভাডনগর শহরে জন্মগ্রহণ করেন। নরেন্দ্র মোদির ৭১তম জন্মদিনে আজ শুক্রবার দেশজুড়ে আড়াই কোটি মানুষকে কোভিড-১৯ টিকা দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

Share.