মোদি বাংলাদেশকে হিন্দু দেশ করার পরিকল্পনা করছে, যার নাম স্বাধীন বঙ্গভূমি: আলতাফ হোসেন

0

ঢাকা অফিস: সম্প্রতি ভারতকে নিয়ে হুঁশিয়ারি দিলেন বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন রাজনীতিবিদ নেতা আলতাফ হোসেন চৌধুরী। সেখানে বক্তব্য রাখাকালীন তিনি বলেন, ‘আমাদের মধ্যে এবং ভারতের মধ্যে কোন বিবাদ নেই। কিন্তু মোদি সরকারের সাথে আমাদের বিবাদ আছে। কারণ মোদি সরকার চালায় কারা? শিব সেনা,র।’ এসময় তিনি আরো বলেন, ‘তারা বাংলাদেশের চট্টগ্রাম এলাকা কেটে এটাকে হিন্দু দেশ করার পরিকল্পনা করছে।’ এরপর তিনি বলেন, ‘তারা দক্ষিণের যশোর, পটুয়াখালি, খুলনা, বরিশাল এইটা কেটে নিয়ে আরেকটা দেশ করার চেষ্টা করছে। যেটার নাম স্বাধীন বঙ্গভূমি।’

Share.