বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

মোবাইলে প্রেম, ছাত্রীকে দুই বন্ধু মিলে ১০ দিন ধর্ষণ

0

ঢাকা অফিস: নাটোরের গুরুদাসপুরে মাদ্রাসাছাত্রীর সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গেড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে নানার বাড়িতে আটকে রেখে দশ দিন ধরে ধর্ষণ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তরা হলো- প্রেমিক রাসেল (২৫) ও বন্ধু অন্তু বিশ্বাস (২২)। স্থানীয় সূত্রে যানা যায়, ঘটনার আট দিনের মাথায় বন্ধু অন্তুকে ডেকে নিয়ে ওই মেয়েকে ধর্ষণ করায়। এ ঘটনায় রিয়ার সন্দেহ হলে খোঁজ নিয়ে জানতে পারে মাদকাসক্ত রাসেলের স্ত্রী সন্তান রয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার সন্ধার দিকে প্রেমিক রাসেল  রিয়াকে ভ্যানে তুলে বাড়িতে পাঠানোর চেষ্টা করলে মেয়েটি চিৎকার করতে থাকে। চিৎকার শুনে প্রতিবেশীরা মেয়েটির প্রেমিক রাসেলকে গণধোলাই দিয়ে প্রেমিক-প্রেমিকাকে গুরুদাসপুর থানা-পুলিশের কাছে সোপর্দ করে। বৃহস্পতিবার সন্ধায় উপজেলার পৌর সদরের খামারনাচকৈড় খোয়ারপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল থেকে প্রেমিক-প্রেমিকাকে আটক করা হয়। দুই বন্ধু রাসেল এবং অন্তু বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের পর ঘটনার সত্যতা পাওয়া যায়। আজ শনিবার দুই বন্ধুকে ধর্ষণ মামলায় নাটোর জেলখানায় পাঠানো হয়েছে।

Share.