স্পোর্টস ডেস্ক: ফেডারেশন কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নেমেছিল ঢাকা আবাহনী। যেখানে মুক্তিযোদ্ধা সংসদের বিপক্ষে ২-১ এ জয় পেয়েছে আকাশী-হলুদ শিবির। এতে শেষ আটে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই পৌঁছলো ঐতিহ্যবাহী দলটি। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় আবাহনী-মুক্তিযোদ্ধা। প্রথমার্ধজুড়ে দাপট দেখায় মারিও লেমোসের শিষ্যরা। ম্যাচের ৩০ মিনিটের মাথায় ফ্রি কিক থেকে গোল আদায় করেন মাসিহ সাইঘানি। চলতি টুর্নামেন্টে আফগান ডিফেন্ডারের দ্বিতীয় গোল এটি। দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণ করতে দেখা যায় মুক্তিযোদ্ধাকে। যদিও ৬১ মিনিটে নাবীব নেওয়াজ জীবনের কর্নার থেকে গোল তুলে নেন হাইতিয়ান ফরোয়ার্ড কেরভেন্স বেলফোর্ট। শেষ দিকে বেশ চেষ্টা করে গোল তুলতে। ৮৪ মিনিটে রহিত সরকারের কর্নার থেকে সুযোগ এসেছিল গোল করার। মুক্তিযোদ্ধার অধিনায়ক ইউসেকো কাতো হেড করলে তা ফিরিয়ে দেন আবাহনীর গোলরক্ষক শহিদুল ইসলাম সোহেল। ম্যাচের ৮৭তম মিনিটে অবশেষে সফলতা পায় মুক্তি যোদ্ধা। বদলি হিসেবে নামা মিডফিল্ডার রহিতের বাম-পায়ের শটে গোল পায় লাল-সাদারা। যদিও ততক্ষণে অনেক দেড়ি হয়ে গেছে। নির্ধারিত সময়ে আর গোল না হওয়া টানা দ্বিতীয় ম্যাচে হেরে মাঠ ছাড়তে হলো মুক্তিযোদ্ধাকে। ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিরুদ্ধে ৩-০ গোলে জয় পেয়েছিল আবাহনী। অন্যদিকে মুক্তিযোদ্ধা সংসদকে ৪-১ গোলে হারিয়ে দেয় মোহামেডান। এই ম্যাচে বড় ব্যবধানে জিতলে মুক্তিযোদ্ধার সুযোগ ছিল কোয়র্টার ফাইনালে যাওয়ার। হেরে যাওয়ায় মোহামেডানকে নিয়েই শেষ আটে চলে গেল আবাহনী। কোয়ার্টার ফাইনালে আবাহনীর প্রতিপক্ষ ‘সি’ গ্রুপের রানার-আপ উত্তর বারিধারা। অন্যদিকে মোহামেডানের বিপক্ষে লড়বে গ্রুপ চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং।
মোহামেডানকে নিয়ে শেষ আটে আবাহনী
0
Share.