বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

মোহামেডানের টাকা চুরি হচ্ছে, অভিযোগ ওয়াসিম আকরামের

0

স্পোর্টস ডেস্ক:  মোহামেডান ফুটবল ক্লাবের টাকা চুরি হচ্ছে, ক্লাবের এক কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগই করেছেন ক্লাবটির সাবেক সচিব ওয়াসিম আকরাম।ওয়াসিম আকরাম নিজের ফেসবুক পেজে বেশ কিছু ব্যাংকের নথি তুলে ধরে জানান কিভাবে ক্লাবের অ্যাকাউন্ট থেকে এক কর্মকর্তা ১৪ লাখ টাকা তুলে নিয়েছেন। তার এ অভিযোগের তীর সাবেক কর্মকর্তা কামারউদ্দিনের দিকে। ওয়াসিম আকরাম নিজের অ্যাকাউন্টে সমর্থকদের উদ্দেশে লেখেন- ৪ বছরের তথ্য আমি এখানে প্রকাশ করছি। যেখানে দুইটি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আছে। কামারউদ্দিন ক্লাবের অ্যাকাউন্ট থেকে প্রায় ১৪ লাখ টাকা চুরি করেছেন। তিনি আরও  লেখেন- কামারউদ্দিনের নামে বহুবার টাকা তোলা হয়েছে। তবে ক্লাবের কিছু মানুষ কামারউদ্দিনের পাশে আছেন। তাদের বক্তব্য ক্লাব চালাতে হলে নিজের চেকে টাকা তুলতে হয়।

Share.