মৌলভীবাজারে করোনায় পৌর কাউন্সিলরের মৃত্যু

0

বাংলাদেশ থেকে  মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে পৌর কাউন্সিলর আব্দুল আহাদ (৬০) মারা গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রীমঙ্গল পৌরশহরের কালীঘাট রোডের বাসায় তিনি মারা যান। পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আহাদ বেশ কয়েকদিন ধরে জ্বর ও কাশিতে ভুগছিলেন। সোমবার রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা পজিটিভ আসে। শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, শনিবার আব্দুল আহাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার রাতে রিপোর্ট পজিটিভ আসার পর থেকে তার বাসা লকডাউন করা হয়। মঙ্গলবার সকালে তিনি মারা যান। এখন তার স্বজনদের নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হবে।শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে জানাযা ও দাফন করা হবে ৷

Share.