মৌলভীবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে ২ জন নিহত

0

বাংলাদেশ থেকে বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।বৃহস্পতিবার (১ জুলাই)  শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার যাওয়ার সময় কদুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- জেলার কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের বাসিন্দা শিক্ষক আব্দুল মুহিত ও জুড়ী উপজেলার কোনাগাঁও গ্রামের মো. রফিকউদ্দিন।পুলিশ জানায়, ভোরে পণ্যবোঝাই একটি ট্রাক শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারের দিকে আসছিল। কদুপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়।এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। আহত হন আরও ২ জন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান ফায়ার সার্ভিস কর্মীরা।

Share.