মৌসুমের প্রথম কালবৈশাখীতে মা ও ২ শিশু সন্তান নিহত

0

বাংলাদেশ থেকে সুনামগঞ্জ প্রতিনিধি: নতুন বাংলাবর্ষের প্রথম দিনেই সুনামগঞ্জে বয়ে গেছে কালবৈশাখী ঝড়। মৌসুমের প্রথম কালবৈশাখিতে মা ও দুই শিশু সন্তানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ে ঘরে গাছ পড়ে মারা যান মা ও দুই শিশু সন্তান। তিনজন।পুলিশ ও স্থানীয় লোকজন জানান, উপজেলার পাটলী ইউনিয়নের সুলেমানপুর গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী বুলু মিয়ার বাড়ির কেয়ারটেকার নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চকবানিয়াপুর গ্রামের হারুন মিয়া সপরিবারে বুলু মিয়ার বাড়িতে বসবাস করেন। আজ ভোরে কালবৈশাখী ঝড় বয়ে গেলে হারুন মিয়ার টিনশেড ঘরের ওপর গাছ ভেঙে পড়ে। এ সময় তার স্ত্রী মৌসমা বেগম (৩৫), মেয়ে মাহিনা আক্তার (৪) ও এক বছরের ছেলে হোসাইন মিয়া ঘটনাস্থলে মারা যান।

 

Share.