বুধবার, জানুয়ারী ১

ম্যানচেস্টার ইউনাইটেডও হাত বাড়াচ্ছে মেসির দিকে

0

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির নতুন গন্তব্যের ব্যাপারে এখন পর্যন্ত পিএসজিই সবচেয়ে বেশি এগিয়ে। মেসি নিজেও বিদায়ী বক্তব্যে ফরাসি ক্লাবটির সঙ্গে তার কথা হয়েছে বলে জানিয়েছিলেন। কিন্তু ফ্রি এজেন্ট হওয়ায় মেসির দিকে হাত বাড়াচ্ছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও। মার্কার এক প্রতিবেদনে মঙ্গলবার (১০ আগস্ট) এমনটি বলা হয়েছে। দ্য সানের বরাত দিয়ে মার্কা বলেছে, মেসিকে পাওয়ার জন্য ম্যানইউ তাকে সপ্তাহে ৬ লাখ ৭২ হাজার ইউরোর প্রস্তাব দিয়েছে। ইংলিশ ক্লাবটি তাকে দুই বছরের জন্য দলে নিতে চায়। ম্যানচেস্টার ইউনাইটেড কি আসলেই মেসিকে দলে নিতে চায়? তাদের সাম্প্রতিক দলবদলের বাজারে তাকালে বিষয়টি বাস্তিবকই লাগবে সবার কাছে। কিছুদিনের মধ্যে রেড ডেভিলরা দলে নিয়েছে জ্যাডন সাঞ্চোকে। রিয়াল মাদ্রিদ থেকে রাফায়েল ভারানকেও উড়িয়ে নিয়েছে ইংলিশ জায়ান্টরা। তাই তাদের মেসিকে চাওয়ার বিষয়েও খুব অবাক হওয়ার কিছু নেই। বরং মেসিকে পেয়ে গেলে সুন্দর একট টিম কম্বিনেশনও হতে পারে ম্যানচেস্টার ইউনাইটেডের। এদিকে আবার মেসির পিএসজি যাওয়া ঠেকাতে স্বয়ং বার্সাই নাকি আদালতের দ্বারস্থ হয়েছে। এই সুযোগে মেসিকে ম্যানচেস্টার ইউনাইটেডের পাওয়ার সম্ভাবনা আরও বেশিই। ওই অভিযোগে ইউরোপিয়ান কমিশনে পাঠানো বিবৃতিতে বার্সা বলেছিল, মেসিকে কিনতে যাওয়া পিএসজিও একই সমস্যায় জর্জরিত। তারাও মেসিকে কিনলে বড় ধরনের আর্থিক সমস্যায় পড়তে পারে। তা হলে পিএসজির বেলায় কেন নিয়মের তোয়াক্কা করা হচ্ছে না! বার্সেলোনার তুলনায় পিএসজির ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের কন্ডিশন খুবই নাজুক। ২০১৯-২০ মৌসুমে পিএসজি তাদের আয়ের ৯৯ ভাগই খেলোয়াড়দের বেতনের পেছনে খরচ করেছে। সেখানে বার্সেলোনা খরচ করেছে ৫৪ শতাংশ। ২১ বছর পর বার্সার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা মেসির সঙ্গে এর আগে নাম জড়িয়েছিল ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলানের। তার যাওয়ার সম্ভাবনা রয়েছে মেজর সকার লিগের কোনো ক্লাবেও। ম্যানচেস্টার সিটির সঙ্গে তার দলবদলের গুঞ্জনের প্রধান কারণ এই ক্লাবেই রয়েছেন মেসির প্রিয় ব্যক্তিদের একজন- পেপ গার্দিওলা। আলাদাভাবে ম্যানসিটির প্রতি মেসির আগ্রহও লক্ষ করা গেছে বেশ কয়েকবার। তাছাড়া সিটিজেনরা এবার স্ট্রাইকার সার্জিও আগুয়েরোকে ছেড়ে দিয়েছে। মেসির বার্সা ছাড়ার ঘোষণাটা এসেছিল অনেকটা আকস্মিকভাবে। বৃহস্পতিবার (৫ আগস্ট) পর্যন্তও গুঞ্জন ছিল মেসি বার্সার সঙ্গে নতুন চুক্তিতে সই করতে চলেছেন। কিছু কিছু সংবাদমাধ্যম বলেছিল, ‘অবকাশযাপন শেষে বার্সায় ফিরেছেন মেসি, কয়েক ঘণ্টার মধ্যেই চুক্তি হতে চলেছে।’ সপ্তাহখানে আগে দলের সঙ্গে নতুন চুক্তির বিষয়ে প্রাথমিক সমঝোতায়ও নাকি পৌঁছেছিলেন তিনি। কিন্তু ঘটে গেল সম্পূর্ণ ভিন্ন ঘটনা। ফ্রি এজেন্ট হিসেবেই দল ছেড়ে যাচ্ছেন তিনি। 

Share.