স্পোর্টস রিপোর্ট: ম্যানচেস্টার সিটি পল পগবাকে ফ্রি এজেন্ট হিসেবে দলে টানতে চায়। আর পগবাও ম্যানচেস্টার ইউনাইটেডের নগর প্রতিদ্বন্দ্বীদের জার্সি গায়ে চড়াতে প্রস্তুত। পগবাকে চার বছরের চুক্তির প্রস্তাব দিতে পারে সিটি। ধারণা করা হচ্ছে, ২০০৯ সালে কার্লোস তেভেজের ইউনাইটেড থেকে সিটিতে যাওয়ার পর এটি ম্যানচেস্টারের সবচেয়ে বিতর্কিত দলবদল হতে পারে। আগামী গ্রীষ্মে দলের বর্ষীয়ান মিডফিল্ডার ফার্নান্দিনহোকে হারাচ্ছেন গার্দিওলা। প্রায় এক দশক ম্যানচেস্টার সিটিতে কাটিয়ে এই মৌসুম শেষে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ৩৭ বছর বয়সী মিডফিল্ডার। ক্যারিয়ারের শেষ সময়টা নিজ দেশ ব্রাজিলে খেলতে চান ফার্নান্দিনহো। আর ফার্নান্দিনহোর অভাব পূরণ করতেই পগবাকে চান গার্দিওলা। নিজেদের অ্যাকাডেমি প্রোডাক্ট পগবাকে ২০১৬ সালে জুভেন্টাস থেকে তখনকার বিশ্বরেকর্ড দলবদল ফি ৮৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দলে ভিড়িয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এই দলবদলকে এরপর অসংখ্যবার ‘ব্যর্থ’ ট্যাগ দিয়েছে ফুটবলবোদ্ধারা। গত ছয় বছর ওল্ড ট্রাফোর্ডে অফ ফর্ম, চোট সমস্যা, সমর্থকদের সাথে মন-কষাকষিসহ নানা সমস্যায় জর্জরিত ছিলেন পগবা। এই সময়ে দলের হয়ে ২২৬ ম্যাচে মাঠে নেমে ৩৯ গোল করেছেন তিনি। এক সময়ের বিশ্বরেকর্ড দলবদলের খেলোয়াড়কে ফ্রি এজেন্ট হিসেবে দলে টানার লোভ সামলাতে পারছে না ম্যানসিটি। ইউনাইটেডে সপ্তাহে ৩ কোটি টাকা আয় করা পগবার হাতেও খুব বেশি বিকল্প নেই।