স্পোর্টস ডেস্ক: জোড়া গোল করেছেন রাহিম স্টার্লিং। সেইসঙ্গে জালের দেখা পেয়েছেন ফিল ফোডেন ও এমেরিক লাপোর্ত। তিন তারকার জ্বলে ওঠার দিনে ওয়াটফোর্ডকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চতুর্থ জয় তুলে নিল ম্যানচেস্টার সিটি।গতকাল মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ম্যাচে ওয়াটফোর্ডকে ৪-০ গোলে হারিয়েছে ম্যানসিটি। এর আগে প্রথম দেখায় গত সেপ্টেম্বরে নিজেদের ঘরের মাঠে ওয়াটফোর্ডের বিপক্ষে ৮-০ গোলে জিতেছিল এবারের মৌসুমে লিগ শিরোপা হারানো সিটি।সেইসঙ্গে আরেকটি রেকর্ডও গড়েছে সিটি। ওয়াটফোর্ডের বিপক্ষে ১২ গোল করে প্রিমিয়ার লিগে এক আসরে কোনো দলের বিপক্ষে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়েছে তারা। এর আগে ১৯৯৫-৯৬ মৌসুমে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ব্ল্যাকবার্ন রোভার্স এবং ২০০৯-১০ মৌসুমে উইগান অ্যাথলেটিকের বিপক্ষে টটেনহ্যাম হটস্পার ১২ গোল করার রেকর্ড গড়েছিল।দিনের অন্য ম্যাচে অ্যাস্টন ভিলার মাঠে ধাক্কা খেয়েছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল রাতে অ্যাস্টন ভিলার কাছে ১-০ গোলে হেরেছে আর্সেনাল। এর আগে গত সেপ্টেম্বরে লিগে প্রথম দেখায় এমিরেটস স্টেডিয়ামে ৩-২ গোলে জিতেছিল তারা।লিগে সাত ম্যাচ হাতে রেখে এরই মধ্যে শিরোপা জিতে নিয়েছে লিভারপুল। ৩৭ ম্যাচে ২৫ জয় ও তিন ড্রয়ে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানসিটি। এক ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি। ৩৭ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে নেমে গেছে আর্সেনাল। নবম জয়ের স্বাদ পাওয়া অ্যাস্টন ভিলা ৩৪ পয়েন্ট নিয়ে আছে ১৭তম স্থানে।
ম্যানসিটির দারুণ জয়, আর্সেনালের হার
0
Share.