স্পোর্টস ডেস্ক: তিনি নেই, রয়ে গিয়েছে তার সেই ঐতিহাসিক দশ নম্বর জার্সি। মার্সেই দলের ম্যানেজার আন্দ্রে ভিয়া বোয়াস ফিফার কাছে আবেদন করলেন, দিয়েগো আর্মান্দো ম্যারাডোনার সেই দশ নম্বর জার্সিকেও এবার বিশ্রাম দেওয়া হোক। চিরকালের জন্য তুলে রাখা হোক সেই জার্সিকে। আর্জেন্টিনা থেকে নাপোলি, বার্সেলোনা থেকে শৈশবের বোকা জুনিয়র্স ক্লাব, সর্বত্রই তিনি মাঠ শাসন করেছেন ১০ নম্বর জার্সিতেই। এবার সেই জার্সিকে চিরতরে তুলে রাখা উচিত বলে মনে করেন বোয়াস। তিনি বলেছেন, ‘ম্যারাডোনার মৃত্যুর চেয়ে খারাপ খবর তো আর কিছু হতে পারে না। পাশাপাশি হারালাম এফসি পোর্তো ক্লাবের এক বোর্ড সদস্যকেও, যিনি আমার জীবনে ছিলেন গুরুত্বপূর্ণ। ম্যারাডোনাই ছিলেন সেই ব্যক্তিত্ব, যিনি কোচিং জগতে আমার জন্য দরজা উন্মুক্ত করে দিয়েছিলেন। আমি চাই ফিফা সমস্ত ধরনের প্রতিযোগিতা থেকে এই দশ নম্বর জার্সিকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিক। এটাই হবে তাঁর প্রতি যোগ্য শ্রদ্ধা। ম্যারাডোনার মৃত্যু বিশ্ব ফুটবলের কাছে এক অপূরণীয় ক্ষতি।’
ম্যারাডোনার সেই ‘১০ নম্বর’ তুলে রাখার প্রস্তাব
0
Share.