যত উন্নয়ন করি না কেন, যদি শিক্ষার উন্নয়ন না হয় তবে সেই উন্নয়ন টেকসই হবে না : শিক্ষামন্ত্রী

0

বাংলাদেশ থেকে  নারায়ণগঞ্জ  প্রতিনিধি:  শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, আমরা যত উন্নয়ন করি না কেন, যদি শিক্ষার উন্নয়ন না হয় তবে সেই উন্নয়ন টেকসই হবে না। দীপু মনি বিএনপিকে ইঙ্গিত করে বলেন, জনগণের কাছে প্রত্যাক্ষিত হয়ে জোট গঠনের নামে মানুষের দুর্ভোগ সৃষ্টির চেষ্টা করছে। তাদের এই জোটে এমন ৮-১০ জন আছেন যারা কোন দিন ভোটে জিততে পারেনি। নিজেদের এলাকার লোকজন তাদের ভোট দেয় না। আবার জোটে এমন লোকও আছে ৭১ সালে মানুষ হত্যা করেছিল তারা তাদের দোসর, ৭৫’র হত্যাকারীর দোসর ও ২০১৩-১৪ সালের অগ্নি সংযোগকারী। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দরে নবীগঞ্জ এলাকায় ৪৭ নং লালমিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী দিপু মনি বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের দেওভোগে অবস্থিত চারুকলা ইনস্টিটিউটে ছাত্রাবাসের ভিত্তি প্রস্তুর অনুষ্ঠানেও যোগ দেন। শিক্ষা মন্ত্রী ডাক্তার দিপু মনি বলেন, ভোকেশনাল, কারিগরি বা প্রযুক্তিগত শিক্ষা সম্পর্কে বাংলাদেশের মানুষের মধ্যে একটি ভ্রান্ত ধারণা আছে। যে কম মেধাবী, দ্রারিদ্র পরিবারের মানুষ কারিগরী শিক্ষায় পড়াশোনা করে। তিনি বলেন, অনার্স, মাস্টারস পাশ করে তিন চার বছর বেকার হয়ে বাপের হোটেলে খাওয়া চেয়ে এসএসসি বা এইচএসসি পাস করে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে হয়ে দেশে বা বিদেশে একটি ভাল চাকুরি যোগার করতে পারলে ভালোভাবে জীবন জিবীকা নির্বাহ করা যায়। শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি বলেন, স্বাধীনতা বিরোধীরা শিক্ষার কোন উন্নয়ন করেনি, কোননীতি মালা করেনি। আমাদের সময় শিক্ষানীতি প্রনয়ন হয়েছে। সকল শিশুকে শিক্ষার আওতায় আনা হয়েছে। তিনি বলেন, আমি বিশ^াস করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে শিক্ষা হবে আগামীদিনে মেঘাপ্রজেক্ট। এর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল বিজ্ঞান মনস্ক, প্রযুক্তি বান্ধব, মানবিক মানুষ হবে। নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ও জেলা প্রশাসক মোঃ মঞ্জরুল হাফিজ ও সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার। এর আগে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি বন্দরে নবীগঞ্জ রসুলবাগ এলাকায় কদম শরীফ নগর বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। পরে নগরীর দেওভোগ এলাকায় নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউশনের ছাত্রাবাসের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।

 

Share.