যদি কেউ গুজব ছড়ান তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে: সালমান খান

0

বিনোদন ডেস্ক: লকডাউনের কারণে আপাতত পানভেলের ফার্মহাউজে আটকে রয়েছেন বলিউডের ভাইজান সালমান খান। এই বাড়িতে বাবা সেলিম খান বাদে খান পরিবারের সকল সদস্যরাই রয়েছেন। আরও রয়েছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ সহ সালমানের সাবেক দুই প্রেমিকা। বাবা সেলিম খান রয়েছেন মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। এরই মধ্যে সম্প্রতি গুজব ছড়িয়ে পড়ে, লকডাউন ভেঙে সালমান খান পানভেলের ফার্মহাউজ থেকে মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গেছেন কিছু ব্যক্তিগত কাজ সারতে। সেই কাজগুলো ভাইজানের প্রোডাকশন হাউজের। এমন গুজব ছড়ানোর পরই সালমান জানান যে তিনি লকডাউন ভেঙে কোথাও যাননি। আর এবার গুজবকারীদের করলেন সাবধান। হুঁশিয়ারি দিয়ে দাবাং খান বলেন, ‘লকডাউনের মধ্যে কোনো কাজ করা হচ্ছে না। নিয়ম ভেঙে আমি বা আমার প্রোডাকশন হাউস কোনো কাজ শুরু করেনি আর করবেও না। যদি কেউ এই ধরনের গুজব ছড়ান, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সালমান খান এই হুঁশিয়ারি দেন। সম্প্রতি জ্যাকলিন ফার্নান্দেজকে নিয়ে ‘তেরে বিনা’ নামে একটি মিউজিক ভিডিও বানান ভাইজান। যেটার শুটিং হয় পানভেলের ফার্মহাউজের ভেতরে। ভিডিওটি সালমান খানের ইউটিউব চ্যানেলে মুক্তিও পেয়েছে। সেই ভিডিও দেখেই গুজব ছড়িয়ে পড়ে, লকডাউনের ভেতরেই সালমানের প্রোডাকশন হাউজ কাজ শুরু করেছে।

Share.