শনিবার, এপ্রিল ২৬

যমুনায় ভাঙনে নদীপাড়ের শতশত পরিবারের মানুষ আতঙ্কে

0

বাংলাদেশ থেকে টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর, কালিহাতী ও সদর উপজেলায় যমুনা নদীতে আবারও পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে ফের ভাঙন শুরু হয়েছে। এতে করে দিশেহারা হয়ে পড়েছে নদীপাড়ের শতশত পরিবার। পানি বৃদ্ধির কারণে প্রতিদিনই অসংখ্য বসত-ভিটা নদী গর্ভে বিলীন হচ্ছে। ভালো নেই নদীপাড়ের ভাঙন কবলিত পরিবারগুলো। জানা যায়, কয়েক মাস ধরে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার চিতুলিয়াপাড়া, পাটিতাপাড়া, ভালকুটিয়া, মাটিকাটা, কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ভাঙন দেখা দেয়। এতে বিলীন হয় শতশত বসতবাড়ি। কিছুদিন পানি কমলেও ফের পানি বৃদ্ধি পাওয়ায় আবারও ভাঙন শুরু হয়েছে। উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা এলাকায় দেখা যায়, ভাঙনে বসতভিটা নদী গর্ভে চলে যাওয়ায় ভাঙন কবলিত মানুষ তাদের ঘরবাড়িসহ বিভিন্ন আসবাবপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছে। এদের কেউ আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিলেও কেউ আবার সড়কের পাশে আশ্রয় নিচ্ছে। নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ বলেন, যমুনা নদীর ভাঙনের ফলে অসংখ্য বসতভিট, ঘরবাড়ি ও ফসলি জমি নদী গর্ভে চলে গেছে। ভাঙন রোধে উপজেলা প্রশাসন ও জেলা পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। দু’একদিনের মধ্যে ভাঙন রোধে জিওব্যাগ ফেলা হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার বলেন, কিছুদিন আগে ভাঙনরোধে জিও ব্যাগ ফেলা হয়। ফের নতুন করে ভাঙনের বিষয়টি আমার জানা নেই। বিষয়টি আপনার মাধ্যমে জানলাম। সরেজমিনে পরির্দশন করে ভাঙনরোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Share.