যশোরে ইট বিক্রয় বন্ধের ঘোষণা ভাটা মালিকদের

0

ঢাকা অফিস: আগামী ৯ থেকে ১৫ ফেব্রুয়ারি খুলনা বিভাগের সকল ভাটাই ইট বিক্রয় বন্ধের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতৃবৃন্দ।আজ বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে পরিবেশের ইট পোড়ানো আইন ২০১৩ এর একটি উপ-ধারা বাতিলের দাবিতে আয়োজিত মানববন্ধন থেকে নেতৃবৃন্দ এই ঘোষণা দেন। মানববন্ধনে জেলার সব ভাটা মালিক ও শ্রমিকরা অংশ নেন।মানববন্ধন থেকে বক্তারা বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারি নির্দেশনা মোতাবেক তারা ইটভাটা পরিচালনা করছেন। কিন্তু পরিবেশ অধিদপ্তরের একটি উপধারা তাদেরকে অবৈধ ঘোষণা করেছেন। এমন পরিস্থিতিতে অবিলম্বে এই ধারাটি বাতিলের দাবি জানান তারা। ৯ থেকে ১৫ ফেব্রুয়ারি খুলনা বিভাগের সকল জেলার ভাটা মালিকদের ইট বিক্রয় বন্ধ রাখার ঘোষণা দেন। সুষ্ঠু সমাধান না পেলে আগামী ২০২১-২০২২ অর্থ বছরে সকল ভাটায় ইট প্রস্তুত বন্ধ রাখা হবে বলেও জানান তারা।মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন নেতৃবৃন্দ।

Share.