যশোরে বিজিবির অভিযানে ৬০ স্বর্ণের বার উদ্ধার

0

বাংলাদেশ থেকে যশোর প্রতিনিধি: যশোরে বিজিবির অভিযানে প্রায় নয় কোটি টাকা মূল্যের ৮.৯৭৪ কেজি ওজনের ৬০টি স্বর্ণের বার উদ্ধারসহ একটি প্রাইভেটকার আটক করা হয়েছে। মঙ্গলবার বিকালে বিজিবির খুলনা সেক্টরের অধীনস্থ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এবং খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর যৌথ অভিযানে যশোরের রাজারহাট এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী, পিবিজিএম জানান, গোপন খবরে জানা যায়, ঢাকা থেকে সাদা রঙের একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-৩৫-৯৫৭৭) যোগে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশ্যে যশোর অভিমুখে আসছে। উক্ত খবরের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন ও খুলনা ব্যাটালিয়ন হতে বিজিবির দুটি চৌকস টহলদল দুইটি অবস্থান থেকে উক্ত প্রাইভেটকারটিকে আটক করার চেষ্টা করে। প্রথমে খুলনা ব্যাটালিয়ন প্রাইভেট কারটি দেখে তাদের অবস্থান থেকে ধাওয়া করে। পরে প্রাইভেটকারটি যশোর ব্যাটালিয়নের টহলদলের অবস্থানরত এলাকাতে এসে পড়লে যশোর ব্যাটালিয়নের টহল কমান্ডার গাড়িটি থামানোর নির্দেশ দেয়। এসময় প্রাইভেটকার চালক বিজিবির উপস্থিতি বুঝতে পেরে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টাকালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বিজিবি টহলদল ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই চালক (চোরাকারবারী) দ্রুত প্রাইভেটকার হতে নেমে পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল প্রাইভেটকারটি তল্লাশি করে গাড়ির ভেতরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৬০টি স্বর্ণের বার জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ৮.৯৭৪ কেজি এবং বর্তমান বাজারমূল্য প্রায় ৮,৯৭,৪০,০০০/- (আট কোটি সাতানব্বই লাখ চল্লিশ হাজার) টাকা। আটককৃত স্বর্ণ যশোর সদর থানার মাধ্যমে ট্রেজারিতে জমা এবং প্রাইভেটকার থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share.