মঙ্গলবার, ডিসেম্বর ২৪

যাত্রাবাড়ি মোড় ও শনিবার আখড়ায় সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত

0

ঢাকা অফিস: যাত্রাবাড়ির মোড় ও যাত্রাবাড়ি শনির আখড়া এলাকা পৃথক ঘটনায় সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছে।নিহতরা হলেন,মোঃ মাহফুজুর রহমান সিয়াম (১৯) ও মোঃ নাঈম (১৪)। বৃহস্পতিবার(০৪ জানুয়ারি)দুপুর একটার দিকে দুইজনের মরদেহ ময়নাতন্ত্রের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যাত্রাবাড়ী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ ইকবাল হোসেন জানান, আমরা খবর পেয়ে দুজনের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতন্ত্রের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। তিনি আরো জানান,যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় ট্রাকের ধাক্কায় পথচারী পথশিশু নাঈয়ের মৃত্যু হয় ও যাত্রাবাড়ী শনির আখড়া এলাকায় অজ্ঞত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিয়াম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়।পরে তাদের দুইজনের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়। তিনি আরো জানান,নিহত সিয়ামের গ্রামের বাড়ি,মাদারীপুর জেলার শিবচর থানা বন্দর খোলা গ্রামের ফজলুর রহমানের সন্তান । বর্তমানে কদমতলীর স্বামীবাগ এলাকায় থাকতেন। নিহত,তেজগাঁও পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের ইঞ্জিনিয়ার কোরের ফাইনাল ইয়ারের ছাত্র ছিলেন।নাঈম পথশিশু রাস্তায় বোতল টু কত ও যাত্রাবাড়ি এলাকায় থাকতো।

Share.