মঙ্গলবার, ডিসেম্বর ২৪

যাত্রাবাড়ীর মাতুয়াইলে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

0

ঢাকা অফিস: যাত্রাবাড়ীর মাতুয়াইল মৃর্ধাবাড়ী পশ্চিমপাড়া এলাকার একটি বাসায় মোছাঃ সুমাইয়া আক্তার (২০) নামের এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মঙ্গলবার(০৬ ফেব্রুয়ার) রাত সাড়ে নয়টার দিকে এই ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে এগারোটার দিকে মৃত ঘোষণা করেন। নিহতে বাবা জামাল উদ্দিন জানান, আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী গতরাতে পারিবারিক বিষয় নিয়ে অভিমান করে তার নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে থাকে।পরে আমরা অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বরুরা থানা এলাকার মোঃ জামাল উদ্দিনের কন্যা সন্তান। বর্তমানে যাত্রাবাড়ির মাতুয়াইল মৃর্ধাবাড়ী পশ্চিম পাড়া এলাকায়। নিহত দুই বোন এক ভাই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Share.