ঢাকা অফিস: রেল সেবা ও নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে একতা ট্রেনের যাত্রীদের ফুল ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানালেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। ৪ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত সেবা সপ্তাহ উপলক্ষে নানা কার্যক্রম গ্রহণ করেছে রেলওয়ে। আজ রোববার (০৬ ডিসেম্বর) কমলাপুর রেল স্টেশনে সেবা সপ্তাহ উপলক্ষে পরিদর্শন করতে এসে মন্ত্রী যাত্রীদের ফুল ও চকলেট দেন। রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে রেলসেবা ও নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে রেলপথ মন্ত্রী বলেন, সেবা সপ্তাহ পালনের মাধ্যমে যাত্রীদের সেবা আরো বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য। তিনি বলেন, রেল সেবা ও নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে সাতটি এবং পশ্চিমাঞ্চলে ১১টি টাস্কফোর্স গঠন করা হয়েছে। নির্ধারিত উদ্বোধনী স্টেশন (ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, সান্তাহার, ঈশ্বরদী, পার্বতীপুর, লালমনিরহাট) থেকে সংশ্লিষ্ট সেকশনের দায়িত্বপ্রাপ্তরা টাস্কফোর্সের কার্যক্রম পরিচালনা করছেন। ট্রেনের সময় সূচির বিষয়ে মন্ত্রী বলেন, সব জায়গায় ডাবল লাইন না হওয়া পর্যন্ত রেলের সূচি বিপর্যয় থেকে পুরোপুরি রক্ষা পাওয়া সম্ভব নয়। কমলাপুর রেল স্টেশনে সেবা সপ্তাহ উপলক্ষে পরিদর্শনকালে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শাসসুজ্জামানসহ বিভাগীয় রেল কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
যাত্রীদের চকলেট দিলেন রেলমন্ত্রী
0
Share.