শনিবার, নভেম্বর ২৩

যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় নিহত- ১০

0

ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ায় যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির পশ্চিম উপকূলীয় প্রদেশ সেলানগরের এলমিনা শহরে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দেশটির স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটের দিকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মালয়েশিয়াভিত্তিক সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মালয়েশিয়ার সিভিল এভিয়েশন অথরিটি (সিএএএম) নিশ্চিত করে বলেন, প্রাইভেট বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে। সেখানে ছয় যাত্রী এবং দুজন ফ্লাইট ক্রুসহ আট আরোহী ছিলেন। বিমানের বাকি আরোহীদের অবস্থা এখনো জানা যায়নি। সুবাংয়ের সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সাথে বিমানটির প্রথম যোগাযোগ হয়েছিল দুপুর ২টা ৪৭ মিনিটে। কিন্তু দুপুর ২টা ৫১ মিনিটে সুবাং এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া দেখতে পায়। কুয়ালালামপুর অ্যারোনটিক্যাল রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার (কেএল এআরসিসি) অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে। সেলানগর পুলিশের প্রধান দাতুক হোসেন ওমর খান বলেন, আমরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালানোর সময় ফ্লাইটের ভেতরে কমপক্ষে দুজন ক্রু ও ছয়জন যাত্রী পেয়েছি। যাদের সবাই ঘটনাস্থলেই মারা গেছেন। এর আগে বিমানটি লাংকাউই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ২টা ৮ মিনিটে সুবাংয়ের সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে গিয়েছিল।

Share.