যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব: অতিরিক্ত ভাড়া আদায় এখন ডাকাতির পর্যায়ে পৌঁছেছে

0

ঢাকা অফিস:অতিরিক্ত ভাড়া আদায় এবার ভাড়া ডাকাতিতে রূপ নিয়েছে বলে অভিযোগ করেছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মল হক চৌধুরী।আজ বুধবার (২৬ মার্চ) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।মোজাম্মেল হক বলেন, বিগত সরকারের পতন হলেও অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য এখনো কমেনি। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দেয়া তথ্য বলছে এবারের ঈদ যাত্রায় বিভিন্ন গণ-পরিবহনে সম্ভাব্য প্রায় সাড়ে ৮০০ কোটি টাকা অতিরিক্ত ভাড়া আদায় হতে পারে। অতিরিক্ত ভাড়া চাঁদাবাজিতে রূপ নেওয়ার শঙ্কাও প্রকাশ করেন তিনি। যদিও হট্টগোলের মধ্যেই শেষ হয় এ সংবাদ সম্মেলন।

Share.