যানজটে পড়ে ফেসবুক পোস্ট দিলেন অভিনেতা নিরব

0

বিনোদন ডেস্ক: রাজধানীর বনানীতে যানজটে আটকা পড়েছেন অভিনেতা নিরব হোসেন। সে খবর নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্ট দিয়ে লিখেন, বনানীতে আছি…। বনানীতে ছিলাম, বনানীতেই থাকবো। কারণ একটা গাড়িও নড়তেছে না। পোস্টের নিচে কমেন্ট বক্স্রে অভিনেতা জায়েদ খান লিখেন, আমিও আছি। প্রতি উত্তরে নিরব বলেন, চলেন হাঁটা দেই। গাড়ি থাক। রমজান শুরু পরপরই রাজধানীতে যানজট বেড়েই চলছে। তবে রমজান শুরুর প্রথম কর্ম দিবসে যানজটের মাত্রাটা যেন আরেকটু বেড়ে গেলো। নিরব হোসেন নিরব র‌্যাম্প মডেল দিয়ে বিনোদন জগতে পা রাখেন। এরপর তিনি টিভি নাটকে অভিনয় শুরু করেন। সেখান থেকে চলচ্চিত্রে ডাক পান নিরব। ২০০৯ সালে পরিচালক শাহীন-সুমনের ‘মন যেখানে হৃদয় সেখানে’ ছবি দিয়ে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন।

Share.