বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

যান্ত্রিক ত্রুটির কারণে ১৭০ যাত্রী নিয়ে শস্য খেতে রুশ বিমানের জরুরি অবতরণ

0

ডেস্ক রিপোর্ট: যান্ত্রিক ত্রুটির কারণে একটি রুশ বিমান শস্য খেতে জরুরি অবতরণ করেছে। নোভোসিবিরস্ক বিমানবন্দর থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে এয়ারবাস এ-৩২০ নামের ওই বিমানটি জরুরি অবতরণ করে। দেশটির জরুরি পরিষেবা রুশ সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছে। আরটি খবরে বলা হয়েছে, বিমানটি সোচি থেকে ওমস্ক যাচ্ছিল। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে মাঝ আকাশে ফ্লাইটটি জরুরি অবস্থা ঘোষণা করে। বিমানটির নোভোসিবিরস্কের একটি বিকল্প বিমানবন্দরে অবতরণ করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছাতে ব্যর্থ হয়ে একটি ফসলের মাঠে এটি অবতরণ করে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, হাইড্রলিক্সের ত্রুটির কারণে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ইউরাল এয়ারলাইন্সের ফ্লাইটটিতে ২৩ শিশুসহ ১৭০ জন যাত্রী ও ক্রু ছিলেন। তবে তাদের কেউ গুরুতর আহত হননি বলে জানা গেছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, অবতরণের সময় বিমানটি অক্ষত ছিলেন। বোর্ডে আগুনের কোনো ঘটনা ঘটেনি। সবাই জরুরি স্লাইড ব্যবহার করে নিরাপদে নেমে পড়েছিলেন। নোভোসিবিরস্ক এবং ওমস্ক অঞ্চলের গভর্নররা যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা, অস্থায়ী আশ্রয় এবং প্রত্যেককে গন্তব্যে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ইতিমধ্যে রাশিয়ান বিমান চলাচল কর্তৃপক্ষ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে।

Share.