সোমবার, ফেব্রুয়ারী ২৪

যা বললেন পরীর আইনজীবী

0

ঢাকা অফিস: নায়িকা পরীমণির ফের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস শুনানি শেষে এ আদেশ দেন।শুনানি শেষে পরীমণির আইনজীবী মজিবুর রহমান বলেন, পরীমণির বিরুদ্ধে শুধু মাদক রাখার অভিযোগ উঠেছে। এছাড়া আর কোনও অভিযোগ তার বিরুদ্ধে নেই। এ অভিযোগে তাকে চার দিনের রিমান্ডে নেয়া হয়েছে। তারপরও আজ আবার তাকে রিমান্ডে নেওয়ার কোনও যৌক্তিকতা নেই।তিনি বলেন, এই মাদক মামলার সুযোগে অন্য কোনও স্বার্থ হাসিল হতে পারে না। পরীমণি এক দিনের চিত্রনায়িকা না। তার দীর্ঘদিনের ক্যারিয়ার নষ্ট করা হচ্ছে। এটা খুবই দুঃখজনক।মজিবুর রহমান বলেন, পরীমণি আমাদের সমাজের, আমাদের পরিবারের, আমাদের শিল্প ইন্ডাস্ট্রিজের। শুধু তাই নয়, তিনি দেশের একজন নাগরিক। তারও বিচার চাওয়ার অধিকার রয়েছে।এর আগে, ৪ আগস্ট বনানীর নিজ বাসা থেকে মাদকসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার হন নায়িকা পরীমণি। মাদক মামলায় তাকে চারদিনের রিমান্ডে পাঠান আদালত।

Share.