শনিবার, নভেম্বর ২৩

যুক্তরাজ্যে আইসোলেশনের নিয়ম ভঙ্গ করলে ১০ হাজার পাউন্ড জরিমানা

0

ডেস্ক রিপোর্ট: করোনা প্রতিরোধে যুক্তরাজ্যে আইসোলেশনের নিয়ম না মানলে ১০ হাজার পাউন্ড জরিমানা হতে যাচ্ছে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এই আইন। সেলফ আইসোলেশনের নিয়ম ভাঙলেই এই জরিমানা হবে। তবে নিম্নআয়ের জনগোষ্ঠীর জন্য নতুন আইনে ৫০০ পাউন্ড বা প্রায় ৫৫ হাজার টাকা সহায়তা করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। খবর দ্য গার্ডিয়ান ও ডেইলি মেইল।  করোনায় আক্রান্ত কারও সহচর্যে গেলে তাদের সেলফ আইসোলেশনের নতুন এ আইন মানতে হবে। এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ভাইরাসের সংক্রমণ ছড়ানো ঠেকাতে আমাদের যা করণীয় তা আমরা অবশ্যই করব। জনগোষ্ঠীর মধ্যে যারা বেশি ঝুঁকিতে আছেন, তাদের রক্ষা করতে হবে। করোনার বিরুদ্ধে লড়াই করার অন্যতম সেরা একটি পদ্ধতি হলো নিয়ম মানা। এটি কতটা গুরুত্বপূর্ণ, সেটি সবাইকে বুঝতে হবে। এজন্য  নিয়ম মানাকে বাধ্যবাধকতায় আনা হলো।

Share.